ম্যাথেমা বাংলা


সিডনি শহরের 𝐒𝐨𝐮𝐭𝐡𝐞𝐫𝐧 𝐂𝐫𝐨𝐬𝐬 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲র প্রফেসর ডঃ আশরাফুল করিম ২০২২ সালে ৩য় হতে ৭ম শ্রেণীর বাচ্চাদের জন্য 𝐌𝐚𝐭𝐡𝐞𝐦𝐚 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 শুরু করেন। এর ফোকাস প্রধানতঃ বাচ্চাদের মাঝে 𝐀𝐧𝐚𝐥𝐲𝐭𝐢𝐜𝐚𝐥 𝐓𝐡𝐢𝐧𝐤𝐢𝐧𝐠 এর একটা মজা ঢুকিয়ে দেয়া, বাচ্চারা যেন 𝐌𝐚𝐭𝐡কে ভয় না পেয়ে, মজা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।

বাংলাদেশে ২০২৪ সালে প্রফেসর ডঃ আশরাফুল করিম এর উদ্যোগে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐨𝐟 𝐅𝐢𝐧𝐚𝐧𝐜𝐞 & 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 নিয়ে এসেছি 𝐌𝐚𝐭𝐡𝐞𝐦𝐚 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚’র সাথে 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐓𝐡𝐢𝐧𝐤𝐞𝐫 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞 𝟑, 𝟒 & 𝟓. বাংলাদেশের শিক্ষার কারিকুলাম প্রধাণতঃ ব্রিটিশ কারিকুলাম ফলো করেই তৈরি করা। এমনকি বর্তমান কারিকুলামের 𝐠𝐮𝐢𝐝𝐞𝐥𝐢𝐧𝐞 ও 𝐂𝐚𝐦𝐛𝐫𝐢𝐠𝐝𝐞 𝐂𝐮𝐫𝐫𝐢𝐜𝐮𝐥𝐮𝐦 অনুসারে। অস্ট্রেলিয়া, কানাডাও ব্রিটিশ কারিকুলাম সিস্টেম ফলো করে এবং বাংলাদেশের একাডেমিক সিস্টেম ম্যাচ করে। তাই সবকিছু বিবেচনা করে আমাদের দেশের বাচ্চাদের 𝐠𝐥𝐨𝐛𝐚𝐥 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐜𝐮𝐫𝐫𝐢𝐜𝐮𝐥𝐮𝐦 এ অভ্যস্ত করে তোলার জন্য আমাদের এই প্রয়াস।

এই কারিকুলামটি বাচ্চাদের 𝐚𝐧𝐚𝐥𝐲𝐭𝐢𝐜𝐚𝐥 𝐭𝐡𝐢𝐧𝐤𝐢𝐧𝐠 এবং 𝐛𝐫𝐚𝐢𝐧 𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 এ অত্যন্ত কার্যকর এবং ফলপ্রসূ।


১) সাধারণত বছরে ৩ টি সেশনে পরীক্ষা অনুষ্ঠিত হয়, মার্চ, জুন এবং সেপ্টেম্বর মাসে, আমরা প্রতি পরীক্ষার আগে অন্তত ৬ টি ক্লাস পরিচালনা করব বাচ্চাদের 𝐅𝐨𝐜𝐮𝐬𝐞𝐝 করার জন্য এবং 𝐀𝐧𝐚𝐥𝐲𝐭𝐢𝐜𝐚𝐥 𝐀𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 বৃদ্ধি করার জন্য। ক্লাসে 𝐀𝐧𝐚𝐥𝐲𝐭𝐢𝐜𝐚𝐥 𝐌𝐚𝐭𝐡 এর বাইরেও 𝐛𝐫𝐚𝐢𝐧 𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 এর কিছু সহজ 𝐞𝐱𝐞𝐫𝐜𝐢𝐬𝐞 ও শিখানো হবে। ক্লাস ও পরীক্ষা উভয়ই অনলাইনে অনুষ্ঠিত হবে। অনলাইন পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা ২ টি 𝐌𝐨𝐜𝐤 𝐓𝐞𝐬𝐭 এরও আয়োজন করবো।

২) ভর্তির পরপরই শিক্ষার্থীদের ঠিকানায় একটি বই পাঠানো হবে।

৩) অংশগ্রহণকারি প্রতিটি শিক্ষার্থীই 𝐌𝐚𝐭𝐡𝐞𝐦𝐚 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 হতে একটি 𝐀𝐭𝐭𝐞𝐧𝐝𝐚𝐧𝐜𝐞 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 পাবে।

৪) প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে নিচের গ্রেড অনুসারে 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐈𝐬𝐬𝐮𝐞 করা হবেঃ
ক) ৯০% + 𝐆𝐨𝐥𝐝
খ) ৭০% -৮৯% 𝐒𝐢𝐥𝐯𝐞𝐫
গ) ৫০% – ৬৯% 𝐁𝐫𝐨𝐧𝐳𝐞
ঘ) ৫০% এর নিচে মার্কস থাকলে 𝐀𝐭𝐭𝐞𝐧𝐝𝐚𝐧𝐜𝐞 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞

৫) সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য হতে প্রতিটি ব্যাচের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণী) প্রথম ৩ জনকে (𝟏𝐬𝐭, 𝟐𝐧𝐝 & 𝟑𝐫𝐝) পুরস্কৃত করা হবে 𝐂𝐡𝐫𝐞𝐬𝐭 ও 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 দিয়ে। কোন কারণে একাধিক শিক্ষার্থী একই নাম্বার পেলে সে ক্ষেত্রে কে কত দ্রুত সমাধান করছে তাঁর উপর ভিত্তি করে মেধার ক্রমানুসার করা হবে।

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡:
𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐓𝐡𝐢𝐧𝐤𝐞𝐫 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞
𝐇𝐨𝐮𝐬𝐞 𝟑𝟐-𝟑𝟒, 𝐑𝐨𝐚𝐝 𝟕, 𝐁𝐥𝐨𝐜𝐤 𝐂
𝐍𝐢𝐤𝐞𝐭𝐚𝐧 𝐃𝐡𝐚𝐤𝐚 𝟏𝟐𝟏𝟐, 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡
Cell# 𝟎𝟏𝟑𝟎𝟔 𝟕𝟔𝟔 𝟎𝟖𝟔

𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚:
𝐏𝐫𝐨𝐟. 𝐀𝐬𝐡𝐫𝐚𝐟𝐮𝐥 𝐊𝐚𝐫𝐢𝐦 𝐏𝐡𝐃 𝐌.𝐒𝐜
𝐒𝐨𝐮𝐭𝐡𝐞𝐫𝐧 𝐂𝐫𝐨𝐬𝐬 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚
𝐏𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭 𝐌𝐚𝐭𝐡𝐞𝐦𝐚 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚
𝟒𝟖 𝐃𝐞𝐫𝐛𝐲 𝐒𝐭𝐫𝐞𝐞𝐭, 𝐊𝐢𝐧𝐠𝐬𝐰𝐨𝐨𝐝, 𝐍𝐒𝐖, 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚
Cell#+𝟔𝟏 𝟒𝟖𝟎 𝟏𝟔𝟏 𝟎𝟎𝟏
𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐦𝐚𝐭𝐡𝐞𝐦𝐚𝐚𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐰𝐰𝐰.𝐦𝐚𝐭𝐡𝐞𝐦𝐚𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥.𝐨𝐫𝐠