𝐁𝐫𝐚𝐢𝐧 𝐁𝐨𝐨𝐬𝐭𝐞𝐫 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞

𝑰𝒏𝒕𝒆𝒍𝒍𝒊𝒈𝒆𝒏𝒄𝒆 𝑸𝒖𝒐𝒕𝒊𝒆𝒏𝒕 (𝑰𝑸) হলো প্রধানতঃ কত দ্রুত একটা সমস্যার সমাধান করে 𝒅𝒆𝒄𝒊𝒔𝒊𝒐𝒏 এ আসতে পারেন। যার 𝑰𝑸 যত ভালো ধরে নেয়া হয় সে ততবেশী জীবনে উন্নতি করতে পারবে, একই সাথে স্কুলে যেসব ছাত্রদের 𝑰𝑸 ভালো তাঁদের রেজাল্ট ও ভালো হয়।

বয়স অনুসারে বাচ্চার 𝑰𝑸 ভিন্ন হয়। সাধারণতঃ ১০ এবং ১১ বছরের বাচ্চার 𝑰𝑸 একই থাকে (৪০ হতে ৬০ এর মাঝে), আবার ১২ ও ১৩ বছরের বয়সের বাচ্চার 𝑰𝑸 থাকে (৫০-৭০) এর মাঝে।

𝑰𝑸র কিছু অংশ জন্মগত আবার কিছু অংশ সঠিক চর্চার মাধ্যমে 𝒅𝒆𝒗𝒆𝒍𝒐𝒑 করা যায়। আমরা 𝑴𝒂𝒕𝒉𝒆𝒎𝒂 𝑨𝒖𝒔𝒕𝒓𝒂𝒍𝒊𝒂র সাথে বাংলাদেশের ১০-১৩ বছর বয়সের বাচ্চার জন্য নিয়ে এসেছি 𝑩𝒓𝒂𝒊𝒏 𝑩𝒐𝒐𝒔𝒕 𝑪𝒉𝒂𝒍𝒍𝒆𝒏𝒈𝒆.

১) আমরা প্রতি ১ মাস অন্তর ৬ টি 𝐼𝑄 ক্লাস পরিচালনা করব বাচ্চাদের 𝐼𝑄র টেস্টের সাথে পরিচিতি এবং 𝐀𝐧𝐚𝐥𝐲𝐭𝐢𝐜𝐚𝐥 𝐀𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 বৃদ্ধি করার জন্য। ক্লাসে 𝐼𝑄র বাইরে 7 𝐻𝑎𝑏𝑖𝑡𝑠 𝑜𝑓 𝐻𝑎𝑝𝑝𝑦 𝐾𝑖𝑑𝑠 নিয়েও বাচ্চাদের সাথে কথা বলা হবে, যাতে বাচ্চারা 𝑡𝑖𝑚𝑒 𝑀𝑎𝑛𝑎𝑔𝑒𝑚𝑒𝑛𝑡, 𝑠𝑒𝑙𝑓 𝑚𝑎𝑛𝑎𝑔𝑒𝑚𝑒𝑛𝑡 এর কিছু সহজ 𝑡𝑖𝑝𝑠 শিখতে পারবে। ক্লাস শেষে ১ টি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ৫০ টি প্রশ্ন ১ ঘন্টা সময়।
ক্লাস ও পরীক্ষা উভয়ই অনলাইনে অনুষ্ঠিত হবে।

২) ভর্তির পরপরই শিক্ষার্থীদের ঠিকানায় একটি বই পাঠানো হবে।

৩) অংশগ্রহণকারি প্রতিটি শিক্ষার্থীই একটি 𝐀𝐭𝐭𝐞𝐧𝐝𝐚𝐧𝐜𝐞 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 পাবে, যা 𝑀𝑎𝑡ℎ𝑒𝑚𝑎 𝐴𝑢𝑠𝑡𝑟𝑎𝑙𝑖𝑎 𝑎𝑐𝑐𝑟𝑒𝑑𝑖𝑡𝑒𝑑 করে।

৪) প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 এ 𝐼𝑄 𝑠𝑐𝑜𝑟𝑒 দেয়া থাকবে।

৫) সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য হতে প্রতিটি ব্যাচের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণী) প্রথম ৩ জনকে (𝟏𝐬𝐭, 𝟐𝐧𝐝 & 𝟑𝐫𝐝) পুরস্কৃত করা হবে 𝐂𝐡𝐫𝐞𝐬𝐭 দিয়ে। কোন কারণে একাধিক শিক্ষার্থী একই নাম্বার পেলে সে ক্ষেত্রে কে কত দ্রুত সমাধান করছে তাঁর উপর ভিত্তি করে মেধার ক্রমানুসার করা হবে।

Contacts
+88 01306-766 086Positive Parenting: Raising An Amazing Child | Facebookhttps://m.mepositiveparentingnlp/afmalearning@gmail.com